Site icon Jamuna Television

মশক নিধন কর্মীদের মনিটরিংয়ে ডিএনসিসির বায়োমেট্রিক ট্র্যাকার উদ্বোধন

মশক নিধন কর্মীদের মনিটরিংয়ে ডিএনসিসির বায়োমেট্রিক ট্র্যাকারের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার সকালে উত্তরায় ক্রাশপ্রোগ্রাম পরিদর্শন করেন মেয়র আতিক। এ সময় তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিশাল জনবলের সঠিক ব্যবহার নিশ্চিতে মোবাইলে ট্র্যাকার যুক্ত করা হয়েছে। এরপর মেশিনেও ট্র্যাকার সংযুক্ত হবে।

মেয়র বলেন, কাগজে কলমে ১২শ’ শ্রমিক কাজ করছে। কিন্তু বাস্তবে তারা সবাই আছে কি না তা বোঝা দুষ্কর। জানান, মশক নিধনে অবহেলায় মিল্ক ভিটার বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। তাদের দায়িত্ব ডিএনসিসি পালন করবে না।

ইউএইচ/

Exit mobile version