Site icon Jamuna Television

মেয়েদের জন্য নয়, মহামারি রোধে জনসম্মুখে গান গাওয়া নিষিদ্ধ করলো আফগানিস্তান

১২ বছরের বেশি বয়সী মেয়েদের জন্য নয় বরং মহামারির বিস্তাররোধে জনসম্মুখে সবার সংগীত পরিবেশনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিলো আফগান শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি রাজধানী কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পাঠানো হয় সরকারি নির্দেশনা। যাতে বলা হয়, ১২ বছরের বেশি বয়সী মেয়ে শিশুরা লোকসম্মুখে গান গাইতে পারবে না। গান শেখালেও সেটির দীক্ষা দিবেন একজন নারী।

বিষয়টি নিয়ে চর্চা শুরু হলে যুক্তিখণ্ডন করে শিক্ষা মন্ত্রণালয়। জানায়, করোনার বিস্তাররোধে নেয়া হয়েছে এ উদ্যোগ। যাতে ছেলে-মেয়ে নির্বিশেষে সব শিশুকেই সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

দেশটিতে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন আড়াই হাজারের মতো মানুষ; সংক্রমিত ৫৫ হাজারের ওপর।

ইউএইচ/

Exit mobile version