Site icon Jamuna Television

বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্যাট্রিয়োট গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে।

মঙ্গলবার সকালে কারখানায় এসে তালা ঝোলানো ও সেখানে পুলিশ মোতায়েন দেখে শ্রমিকরা। এরপর কাজে যোগ দিতে না দেওয়ায় মহাখালী তেজগাঁও সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। একপর্যায়ে সড়ক যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ টিয়ারশেল ও শর্টগান ব্যবহার করে।

এ সময় বেশকিছু শ্রমিক ও পুলিশ সদস্য আহত হয়। রাস্তা থেকে পিছু হটে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয় শ্রমিকরা। কিন্তু ঘণ্টাখানেক রাস্তা বন্ধ থাকায় বিমানবন্দর সড়ক ও সাতরাস্তা মোড় এলাকায় ধীরগতিতে যান চলাচল করছে।

ইউএইচ/

Exit mobile version