Site icon Jamuna Television

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্ত করছে বিএনপি: কাদের

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে এখনও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্ত করছে বিএনপি। এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যে ইতিহাস বিকৃতি শুরু করছিলো তারা, তা এখনও বজায় রেখেছে বিএনপি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সকল আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে শেষ করতে নগরবাসীর সহযোগিতা চান তিনি। নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে সকলকে ডিএমপি পুলিশের নির্দেশনা মেনে চলারও আহবান জানান ওবায়দুল কাদের। হঠাৎ করে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ায় দেশবাসীকে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

Exit mobile version