Site icon Jamuna Television

অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চায় প্রগতিশীল ছাত্র জোট

অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। মঙ্গলবার সকালে আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনকালে এই দাবি জানান তারা।

সকালে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রেসক্লাব হয়ে আইন মন্ত্রণালয় ঘেরাও করতে যায় প্রগতিশীল ছাত্রজোট। তবে সচিবালয়ের প্রবেশ মুখে পুলিশের বাধায় মিছিলটি আটকে যায়। পরে পুলিশি ব্যারিকেড সরিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

অবিলম্বে এই আইনের আওতায় গ্রেফতার সকলকে মুক্তির দাবি জানান তারা। ডিজিটাল সিকিউরিটির আইনের নামে হয়রানী বন্ধেরও আহ্বান জানান তারা।

Exit mobile version