Site icon Jamuna Television

টি-টোয়েন্টিতেও জয় পেলো সাইফ, হৃদয়রা

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ ইর্মাজিং দল। মিরপুরে, আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে জয় পায় বাংলাদেশ ইর্মাজিং দল। আইরিশদের বিপক্ষে সাইফদের জয় ৩০ রানের।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সাইফ হোসেনের ৪৮ ও তৌহিদ হৃদয়ের ৫৮ রানের দারুণ দুই ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৮৪ রান তোলে বাংলাদেশ।

টাইগারদের হয়ে ইয়াসির আলী করেন ২২ রান আর শামীম হোসেন করেছেন ২৮ রান। আয়ারল্যান্ডের হয়ে ৩৬ রানে দুই উইকেট নেন পিটার।

জবাবে, ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬৩ রানে চার উইকেট খুইয়ে বিপদে পরে সফরকারীরা। তবে লোরকানের ৩৮ রানে জয়ের স্বপ্ন দেখলেও টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় অতিথি ব্যাটাররা। ফলে শেষ পর্যন্ত ১৫৪ রানের বেশি তুলতে পারেনি আয়ারল্যান্ড উলভস। আর তাতেই ৩০ রানের বড় জয় পায় বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের পর দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা থাকলেও অজানা এক কারণে টি-টোয়েন্টিতে এক ম্যাচ খেলেই বাংলাদেশ ছাড়বে আইরিশরা।

Exit mobile version