টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে প্রথমবারের মত জার্মানিতে যাচ্ছে ফ্রান্সের নারী ক্রিকেটাররা। আসছে জুলাইয়ে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে ফ্রান্স নারী দলকে আমন্ত্রণ জানিয়েছে জার্মানি। এই প্রথম দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে।
গতবছরে আগস্টে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের খেলতে অস্ট্রিয়া সফরে গিয়ে ৫-০ ব্যবধানে সিরিজ জিতেছিলও জার্মান নারী দল।
তবে ফ্রান্সের সাথে টি টোয়েন্টি সিরিজটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ কারণ আইসিসি ওমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ের আগে এ সিরিজটিই প্রস্তুতির জন্য সবচাইতে বড় প্লাটফর্ম।

