Site icon Jamuna Television

স্বাস্থ্যবিধি মেনে ৪১তম বিসিএস পরীক্ষা নেয়ার নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি।

করোনা মহামারি বিবেচনায় ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর জন্য করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন।

একইসঙ্গে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিতে পিএসসির প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পক্ষে রায়হান সুলতান নামে এক শিক্ষার্থী রিটটি দায়ের করেন। করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে না নেওয়ার কারণ দেখিয়ে এ রিট করেছিলেন তিনি। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী রবিউল আলম বুদু ও নাহিদ সুলতানা যুথী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

Exit mobile version