Site icon Jamuna Television

১৪ বছর আগে এই দিনেই চলে গিয়েছিলেন মানজারুল রানা

বাংলাদেশ ক্রিকেট দলে অমর নাম মানজারুল রানার মৃত্যুবার্ষিকির আজ ১৪ বছর পূর্ন হল। এক সড়ক দূর্ঘটনায় সতীর্থ সাজ্জাদুল হাসান সেতুকে নিয়ে পরলোক গমন করেন এই ক্রিকেটার।

বাংলাদেশ ক্রিকেটে এক চির অক্ষত নাম মানজারুল রানা। ২০০৭ সালের আজকের এই দিনে এক সড়ক দূর্ঘটনায় তিনি তার আরেক সতীর্থ সাজ্জাদুল হাসান সেতুকে নিয়ে চলে গিয়েছিলেন না ফেরার দেশে।

২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ঐতিহাসিক সেই বাংলাদেশ-ভারত দৈরথে বাংলাদেশের টাইগাররা জয় পেয়েছিলো মনে সতীর্থদের হারানোর কষ্ট রেখেই। আজ সেই শোকাময় দিনের ১৪ বছর পূর্তি। ১৪ বছর কেটে গেলেও সেই দিনের ক্রিকেটপ্রেমীদের কষ্ট হয়তো কমেনি এক চুলও।

Exit mobile version