Site icon Jamuna Television

আটলান্টায় পার্লারে বন্দুকধারীর হামলা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আটলান্টায় পৃথক তিনটি পার্লারে বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে আট জনের। আহত হয়েছেন একজন। হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি।

তিনটি ঘটনায় সংযোগ আছে কি না তাও নিশ্চিত নয় পুলিশ। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার বয়স ২১ বছর। শুরুতে ডাকাতির তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় বলে জানায় নিরাপত্তা বাহিনী। পরে জানতে পারে গোলাগুলির কথা।

এদিকে, উডস্টকের এক পার্লারে মৃত্যু হয় চারজনের। উত্তর-পূর্বাঞ্চলের অপর দুই পার্লারের একটিতে তিনজন ও অপরটিতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহতদের চারজন নারী ও এশিয়ান।

ইউএইচ/

Exit mobile version