Site icon Jamuna Television

বাটলারের তাণ্ডবে ৮ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড

পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ভারতের গড়া ৬ উইকেটে ১৫৬ রানের ইনিংস ১০ বল হাতে রেখেই পার হয় ইংলিশরা।

টস হারা ভারত দলীয় ২৪ রানের মধ্যে রোহিতসহ তিন টপ-অর্ডারকে হারিয়ে বিপাকে পড়ে। মূলত ভিরাট কোহলির অপরাজিত ৭৭ রানে মাঝারি পুঁজি গড়ে ওঠে। মার্ক উড নেন তিন উইকেট।

জবাবে জস বাটলার একাই ব্যবধান গড়ে দেন ম্যাচের। তিনি অপরাজিত থাকেন ৮৩ রানে, বেয়ারস্টো করেন অপরাজিত ৪০ রান। এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৫৬/৬ (বিরাট কোহলি ৭৭*, ঋষভ পন্থ ২৫; মার্ক উড ৩/৩১)।
ইংল্যান্ড: ১৮.২ ওভারে ১৫৮/২ (জস বাটলার ৮৩*, জনি বেয়ারস্টো ৪০*)।
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।

ইউএইচ/

Exit mobile version