Site icon Jamuna Television

শিশুদের উন্নত জীবন গড়তে যা প্রয়োজন তার সব কিছুই করছে বর্তমান সরকার

শিশুদের উন্নত জীবন গড়তে যা প্রয়োজন তার সব কিছুই করছে বর্তমান সরকার।শিশুদের প্রতি প্রতিহিংসামূলক পরিবেশ যাতে তৈরি না হয় সে বিষয়ে সজাগ থাকতে সকলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশত এক তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শিশুরাই ছিলো জাতির পিতার সব থেকে পছন্দের; তাই জাতির পিতার জন্মদিনকে ঘোষণা করা হয়েছে শিশু দিবস হিসেবে। দেশের শিশুদের উন্নত ভবিষ্যতের জন্যই আজীবন জাতির পিতা সংগ্রাম করে গেছেন বলে জানান শেখ হাসিনা।

মহামারির কারণে স্কুল বন্ধ থাকলেও বাসায় বসে শিশুদের লেখাপড়া করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। প্রকোপ কমলেই স্কুল খুলে দেয়া হবে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version