Site icon Jamuna Television

আবারও সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা

আবারও সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার গভীর রাতে রাজধানী দামেস্কোয় ছোড়া হয় মিসাইল।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি থেকে তাদের বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। বেশ কিছু মিসাইল প্রতিরোধ করা হয় বলেও দাবি করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি খবরে। হতাহতের বিষয়েও জানা যায়নি। বরাবরের মতোই মুখ খোলেনি তেল আবিবও।

গত মাসের শেষেই সিরিয়াকে লক্ষ্য করে আরেক দফা মিসাইল ছোড়ে ইসরায়েল। প্রায়ই সিরিয়ার ইরান সমর্থিত ঘাঁটিগুলো ইসরায়েলের টার্গেটে পরিণত হয়।

ইউএইচ/

Exit mobile version