Site icon Jamuna Television

টেকনাফে ২ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ

টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মধ্যরাতে টেকনাফ এর শাহপরী দ্বীপ এলাকায় মায়ানমার হতে বাংলাদেশে ইয়াবা পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে লে. এম সালেহ আকরাম, (এক্স), বিএনভিআর (স্টেশন কমান্ডার টেকনাফ) এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময় শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় মায়ানমারের সীমানা হতে একটি ইঞ্জিন চালিত নৌকা শাহপরীর দিকে আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদেরকে টর্চ লাইটের মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়। তারা নৌকাটি না থামিয়ে শাহপরীর সমুদ্র তীরে রেখে নৌকায় থাকা লোকজন দ্বীপ সংলগ্ন প্যারাবনের মধ্যে পালিয়ে যায়।

পাচারকারীদেরকে প্যারাবনে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে দুইটি বস্তায় ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নৌকাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version