Site icon Jamuna Television

সাকিব না থাকলে রিয়াদের খেলার সম্ভাবনা বেশি, তবে তাকে বল করতে হবে: পাপন

চোট ও পারিবারিক কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে তিনি রয়েছেন যুক্তরাষ্ট্রে। নিউজিল্যান্ড সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। উইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের অভাব পূরণ করতে ব্যর্থ হয়েছে সৌম্য সরকার ও মোহাম্মাদ মিথুন।

তবে শ্রীলঙ্কা সিরিজে সাকিবের জায়গায় কাকে চিন্তা করছে বিসিবি? রিয়াদকে নিয়ে কী কিছু ভাবছে ক্রিকেট বোর্ড? এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, হ্যাঁ রিয়াদ অনেক অভিজ্ঞ ক্রিকেটার ও দলের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম। সাকিবের জায়গা তাকে দিয়ে অবশ্যই পূরণ করতে পারি, তবে রিয়াদ যদি শুধু ব্যাটিং করে তাহলে সেটা একটু কঠিন। ব্যাটিং ও বোলিং দুটোই যদি করে তাহলে টেস্টে তার জায়গা আরও পাকাপোক্ত হবে।

বিসিবি সভাপতির কথা, সাকিবের জায়গা পূরণ করতে আমরা মূলত একজন অলরাউন্ডারই খুঁজছি। তাই ব্যাটিংয়ের সাথে রিয়াদকে বোলিংও করতে হবে। সে ব্যাটসম্যান হিসেবে অবশ্যই দলে থাকার যোগ্যতা রাখে। কিন্তু বোলিংটা তার এবং দলের জন্য গুরুত্বপূর্ণ।

Exit mobile version