Site icon Jamuna Television

করোনার একবছরে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের রেকর্ড গড়লো ব্রাজিল

করোনা মহামারির একবছরে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের রেকর্ড গড়লো ব্রাজিল। ২৪ ঘণ্টায় ৯১ হাজারের কাছাকাছি মানুষের শরীরে মিললো কোভিড নাইনটিন। সবমিলিয়ে দেশটিতে সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৭ লাখের ওপর।

এ পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে দায়ী করেন দেশের অর্ধেকের বেশি মানুষ। তাদের অভিযোগ, প্রথম থেকেই মহামারি সামলানোর ব্যাপারে উদাসীন ছিলেন রাষ্ট্রপ্রধান। একইসাথে অর্থনৈতিক মন্দার অজুহাতে দেননি লকডাউনও। যার কারণে দ্রুত বিস্তার লাভ করেছে করোনাভাইরাস। তার ওপর নতুন প্রজাতির ভাইরাসের কারণে ফেব্রুয়ারির শেষ নাগাদই লাফিয়ে বাড়ছে সংক্রমণ।

বুধবারও ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দু’হাজার ৭৩৬ জন। লাতিন দেশটির মোট প্রাণহানি দু’লাখ ৮৫ হাজার ছাঁড়ালো। মৃত্যু সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানেই রয়েছে ব্রাজিল।

ইউএইচ/

Exit mobile version