Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের কোনো চেষ্টায় সাড়া দিবে না উত্তর কোরিয়া

নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সামরিক মহড়া বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের কোনো চেষ্টায় সাড়া দিবে না উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট ভাইস মিনিস্টার শোয়ে সন হুই এ হুঁশিয়ারি দেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত হয় তার বিবৃতি। তিনি বলেন, জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর পিয়ংইয়ংয়ের সাথে কূটনৈতিক যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছে এটা সত্যি। কিন্তু শত্রুভাবাপন্ন নীতিমালাও পরিহার করতে হবে। এই কূটনীতিকে মানুষের সমর্থন আদায়ের ‘সস্তা কৌশল’ হিসেবে আখ্যা দেন তিনি।

বুধবারই সিউল সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, নিজ জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে উত্তর কোরিয়া।

ইউএইচ/

Exit mobile version