Site icon Jamuna Television

হবিগঞ্জে নিজ ঘর থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার দ্বিগম্বর বাজার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, উপজেলার পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সঞ্জিব দাসের স্ত্রী অঞ্জলী (৩৫) ও তার মেয়ে পূজা (৮)।

নিহত অঞ্জলীর স্বামী সঞ্জিব দাস জানান, গতরাতে ব্যবসায়িক কাজে সুনামগঞ্জে ছিলেন তিনি। গভীর রাতে স্ত্রী তাকে ফোন করে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে সকাল সকাল বাসায় ফিরতে বলেন। সকালে বাসায় এসে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান বলে জানান সঞ্জিব।

কে বা কারা কি কারণে মা ও মেয়েকে হত্যা করেছে সে সম্পর্কে পুলিশ কিংবা স্বজনরা নিশ্চিত করে এখনো কিছু জানাতে পারেনি।

ইউএইচ/

Exit mobile version