Site icon Jamuna Television

আগ্রাবাদে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা

চট্টগ্রামের আগ্রাবাদে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। নিহত হাশেমের স্ত্রী জরিনা বাদি হয়ে ডাবলমুরিং থানায় গত রাতে মামলাটি করেন।

মামলায় ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে, অজ্ঞাত আরও ৬/৭ জন আসামি। পুলিশ হত্যাকাণ্ডের সিসি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার সোহাগের কাছ থেকে একটি ছুরিও উদ্ধার হয়েছে। এ নিয়ে মোট ২৬ জনকে আটক করলো পুলিশ। তাদের আজ আদালতে তোলা হতে পারে।

গতকাল নগরীর জাম্বুরি মাঠের পাশের সড়কে উচ্চ শব্দে গান বাজিয়ে মোটরসাইকেল শো করছিল ‘আগ্রাবাদ ইস্টার্ন বয়েজ ক্লাব’ নামে একটি সংগঠনের সদস্যরা। সড়ক বন্ধ করায় প্রতিবাদ জানালে রিকশা আরোহী তিনজনকে মারধর করে তারা। খবর পেয়ে স্থানীয় একদল কিশোর ও তরুণ ছুটে আসলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ছুরিকাঘাতে নিহত হন সাউন্ড সিস্টেমের কর্মী হাশেম খান।

ইউএইচ/

Exit mobile version