Site icon Jamuna Television

টেলর-উইলিয়ামসন না থাকায় কেমন বোধ করছেন টাইগাররা? ডমিঙ্গো যা বললেন

রাসেল ডমিঙ্গো। ফাইল ছবি।

শনিবার থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ডানেডিনে কিউই দল পাচ্ছে না তাদের দুই তারকা ক্রিকেটার টেলর ও উইলিয়ামসনকে। প্রতিপক্ষের এই দুই তারকা ক্রিকেটার না থাকায় কিছুটা স্বস্তিতে রয়েছে বাংলাদেশ।

এ নিয়ে দলের কোচ রাসেল ডমিঙ্গো বলেন তারা প্রথম ম্যাচে নেই, এটা আমাদের জন্য কিছুটা সুবিধাজনক। তবে আমরা জানি নিউজিল্যান্ডের ক্রিকেটাররা নিজেদের প্রমাণের জন্য সবসময় মুখিয়ে থাকে। তাদের জায়গায় যারা দলে আসবে নিশ্চয়ই তারাও ভালো কিছূ করার জন্য মুখিয়ে থাকবে।

ডমিঙ্গো বলছেন, আমাদের দলের ক্রিকেটাররা তাদের সাথে খেলতে চায়। তাদের বিপক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায়। আমাদের দলের তরুণ ক্রিকেটাররা টেলর ও উইলিয়ামসনকে টিভিতে দেখেছে এতদিন। তাদের ব্যাপারে তাই সতর্ক ছিল ক্রিকেটারা। কেউ কেউ হয়তো হতাশ যে এই দুইজনকে প্রথম ম্যাচে খেলতে পারবে না। সেরা ক্রিকেটারদের বিপক্ষে তারা খেলতে চায়, এটা দারুণ চ্যালেঞ্জ।

Exit mobile version