Site icon Jamuna Television

হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

সুনামগঞ্জের নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করা হবে। সচিবালয়ে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা।

নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, সুনামগঞ্জের নোয়াগাঁওয়ের ঘটনায় কারো দলীয় পরিচয় দেখা হবে না। দৃষ্টান্তমূলক শাস্তি পেতেই হবে অপরাধীদের।

ইউএইচ/

Exit mobile version