Site icon Jamuna Television

বাংলাদেশ-মালদ্বীপ বৈঠক: ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও মালদ্বীপের মাঝে ৪টি সমঝোতা স্মারক সই হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ। নিজ কার্যালয়ে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুই দেশের সরকার প্রধানের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শুরু হয় দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক। যাতে নেতৃত্ব দেন দুই সরকার প্রধান।

এই বৈঠকে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, সাংস্কৃতিক বিনিময়, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বিষয়ক ফরেন অফিস কনসালটেশন-এফওসির পাশাপাশি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নিয়মিত বৈঠক বিষয়ক সমঝোতা স্মারক সই হয়।

ইউএইচ/

Exit mobile version