Site icon Jamuna Television

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন সাকিব আল হাসান: আকরাম খান

দেশের মাটিতে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েছিলো সাকিব আল হাসান। প্রথম টেস্টে মাঠে নামলেও ইনজুরির ফাঁদে পরে মাঠে নামা হয়নি দ্বিতীয় টেস্টে। এরপর পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফর ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নেন টাইগারদের অলরাউন্ডার।

তবে আসছে ১৫ অথবা ১৭ মে ফিরতি সফরে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা আসছে শ্রীলঙ্কা। সেই সিরিজে টাইগারদের দলে খেলবেন সাকিব আল হাসান। বিসিবির অপরেসন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব আল হাসানের সার্ভিস পাওয়া যাবে।

আকরাম খান আরও বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ পর্যন্ত বাড়ানো হয়েছে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক জন লুইসের চুক্তি।

Exit mobile version