Site icon Jamuna Television

পর্তুগালের লিসবনে ভূমিকম্প অনুভূত

পর্তুগাল প্রতিনিধি:

পর্তুগালের রাজধানী লিসবনসহ আশেপাশের এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে। সমুদ্র ও বায়ুমণ্ডলের পর্তুগিজ ইন্সটিটিউট জানিয়েছে, ১৮ মার্চ ২০২১ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯.৫১ মিনিটে রিখটার স্কেলে ৩.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এটির কেন্দ্রস্থল ছিল আলকোতেট থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আটলান্টিক মহাসাগরে। তবে লিসবনের এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি।

পর্তুগিজ ইন্সটিটিউট অফ সাগর ও বায়ুমণ্ডলের (আইপিএমএ) ভূতত্ত্ববিদ বিভাগের প্রধান আগানসিয়া ফার্নান্দো ক্যারিলহো বলেন, ভূমিকম্পটি রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৪ এবং এটির চতুর্থ অনুমানের তীব্রতা ছিল। এটি এমন একটি অঞ্চলে ঘটেছিল যা এর আগেও ভূমিকম্প দেখা গিয়েছিল এবং ভূমিকম্পের ইতিহাস রয়েছে।

ফার্নান্দো আরও বলেন, ভূমিকম্পের ক্রিয়াকলাপেও কোন পরিবর্তন আসে নাই এবং ভূমিকম্পকে আজ এই অঞ্চলের জন্য “স্বাভাবিক” বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, লিসবন অঞ্চলে এর আগে ভূমিকম্প অনুভূত হয়েছিল ১৯০৯ এবং ১৫১৩। তবে সবচেয়ে বড় মাত্রায় ৮.৫ রিখটার স্কেলে ভূমিকম্প হয়েছিল ১৭৫৫ সালে যেখানে পর্তুগাল ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছিল।

Exit mobile version