Site icon Jamuna Television

শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা

শুরু হলো বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, পাঠক আর প্রকাশকদের কথা মাথায় রেখে দেরিতে হলেও একুশে গ্রন্থমেলার আয়োজন করা হয়েছে। মেলায় সবাইকে স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে চলার আহবান জানান তিনি।

বায়ান্নতে ভাষার অধিকার রক্ষায় ফুঁসে উঠেছিলো বাঙ্গালী জাতি। প্রতিবাদ থেকে গড়ে উঠেছিলো প্রতিরোধ। সেই পথ ধরে এসেছে স্বাধীনতা। তাই একুশে গ্রন্থমেলা বাঙালীর প্রাণের মেলা।

কোভিড এর কারণে এবছর দেরিতে শুরু হলো এ মেলা। বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে উদ্বোধনী আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, মানুষের চাহিদার কথা মাথায় রেখে কোভিড এর মধ্যেও বইমেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে অনেক কিছুই চলে এসেছে কম্পিউটার ও মোবাইল ফোনে। তারপরও বই এর আবেদন কখনো শেষ হবে না।

Exit mobile version