Site icon Jamuna Television

ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা আনলো ভারত

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে আবারও সিরিজে সমতা এনেছে ভারত। স্বাগতিকদের ১৮৫ রানের জবাবে ১৭৭ রানে আটকে যায় ইংল্যান্ড। সিরিজে এখন ২-২’য়ে সমতা।

আহমেদাবাদে এই ম্যাচেও বড় ইনিংস খেলতে পারেননি রোহিত-রাহুলরা। ১ রানের বেশি করতে পারেননি কোহলিও। নিজের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই সুরিয়া কুমার করেন ৫৭ রান। এছাড়া আয়ার ৩৭ ও পান্ত করেন ৩০ রান। ৮ উইকেটে ১৮৫ রান ওঠে স্কোর বোর্ডে।

আর্চার নেন ৪ উইকেট। জবাবে ভারতীয় বোলারদের টাইট বোলিংয়ে জয়ের দেখা পায়নি ইংল্যান্ড। স্টোকস ৪৬ ও জেসন ৪০ রান করেন। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৩ রান। কিন্তু আর্চার সেই লক্ষ্য পুরণ করতে পারেননি। শার্দুল নেন তিন উইকেট। ফলাফল নির্ধারণী সিরিজের শেষ ম্যাচটিও আহমেদাবাদে, ২০ মার্চ।

Exit mobile version