Site icon Jamuna Television

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটে দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার রাতে ডেমা ইউনিয়নের সদস্য প্রার্থী বিএনপি নেতা সজিব তরফদার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের অহেদ মোম্তফা বাপ্পীর মধ্যে বাক-বিতণ্ডা হয়। পরে দু’জনের কর্মীরা সংঘর্ষে জড়ায়। এসময় দু’পক্ষেরই ১০ জন গুলিবিদ্ধ হয়। ভাঙচুর করা হয় দোকানপাট।

আহতদের মধ্যে আটজন ভর্তি বাগেরহাট সদর হাসপাতালে। বাকিদের নেয়া হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

Exit mobile version