Site icon Jamuna Television

আড়াই বছর পর আবারও ফ্রান্সের জাতীয় ফুটবল দলে সুযোগ পেলেন উসমান দেম্বেলে

প্রায় আড়াই বছর পর ফ্রান্স জাতীয় দলে ফিরলেন বার্সেলোনা তারকা উসমান দেম্বেলে। তরুণ এই ফরোয়ার্ডকে রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম।

এরআগে জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন ২০১৮ সালের নভেম্বরে। নেশন্স কাপের সেই ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হেরেছিলো ফ্রান্স। এরপর ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েন দেম্বেলে। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলবে ফ্রান্স।

বুধবার প্রথম ম্যাচে ইউক্রেনকে আতিথ্য দেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর বাকি দুই ম্যাচ কাজাখস্তান এবং বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে।

Exit mobile version