Site icon Jamuna Television

নাটোরে ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার নাটোর:
নাটোরের গুরুদাসপুরে ট্রাক চাপায় ইউসুফ আলী নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার খামার-পাথুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার খর্দগাতোগিয়া গ্রামের মৃত বিচ্ছেদ আলীর ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মৌখাড়া বাজার থেকে লবণ বোঝাই একটি ট্রাক নাজিরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে খামারপাথুরিয়া এলাকায় ট্রাকটির সাথে বিপরীত দিক থেকে আসা এক মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী ইউসুফ আলী মারা যান।

পরে এলাকাবাসী ট্রাক ভাংচুর ও তার চালককে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version