Site icon Jamuna Television

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করেছে বিডি ক্লিন।

শুক্রবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ডে ময়লা পরিস্কার করে বিডি ক্লিনের কর্মীরা। এসময়, যেখানে সেখানে ময়লা না ফেলার বিষয়ে সচেতন করা হয়।

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, খাল দখল ও যত্রতত্র ময়লা ফেলে পানির প্রবাহ বন্ধ করা হচ্ছে। তবে খাল অবমুক্ত করতে কোন চাপের কাছে মাথানত করবে না উত্তর সিটি। স্থানীয় কাউন্সিলরদের এবিষয়ে নিজ নিজ এলাকার জনগণের সাথে কথা বলার নির্দেশ ও দেন উত্তরের মেয়র।

Exit mobile version