Site icon Jamuna Television

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় ট্রলির চাপায় ফিরোজ জোয়াদ্দার নামে এক সংবাদ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) বেলা ১টার দিকে সাতক্ষীরা যশোর সড়কের মাধবকাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ কলারোয়া পৌর এলাকার মো. আক্তার হোসেনের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বঙ্গভূমি পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা থেকে কলারোয়া ফিরছিলেন ফিরোজ। পথে মাধবকাটি এলাকায় একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে রাস্তায় পড়ে যান ফিরোজ। এসময় পেছন থেকে আসা একটি চাল বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার এখনো পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

Exit mobile version