Site icon Jamuna Television

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা পুনর্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

স্টাফ রিপোর্টার:

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুরে মুক্তিযোদ্ধাদের পুনর্মিলন ও
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর সীমান্ত বাজার শহীদ এম.মনসুর আলী ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) অনুষ্ঠিত হয়েছে।

কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা পুনর্মিলন কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা পুনর্মিলন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড.কে.এম.হোসেন আলী হাসান। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাত আরা হেনরি।

আরও ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদারসহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম।

Exit mobile version