Site icon Jamuna Television

মওদুদ আহমদের দাফন সম্পন্ন

বিএনপি নেতা ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে দাফন সম্পন্ন হয়েছে। নোয়াখালীর বসুরহাটের মানিকপুরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শুক্রবার দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। কোম্পানীগঞ্জের কবিরহাট কলেজ মাঠে প্রথম জানাযা শেষে নিয়ে যাওয়া হয় বসুরহাট সরকারী মুজিব কলেজে। সেখান দ্বিতীয় দফা জানাজা সম্পন্ন হয়।

বর্ষীয়ান এই রাজনীতিবিদকে একনজর দেখতে জড়ো হন লাখো মানুষ। রাজনীতিক, আইনজীবী এবং অভিভাবক মওদুদের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো বলে মন্তব্য স্থানীয় রাজনীতিবিদদের।

Exit mobile version