Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় সন্ত্রাসী তৎপরতার সাথে জড়িত থাকার দায়ে আটক ২২

সন্ত্রাসী তৎপরতার সাথে সংশ্লিষ্টতার দায়ে ২২ সন্দেহভাজনকে আটক করেছে ইন্দোনেশিয়া পুলিশ। বৃহস্পতিবার তাদের রাজধানী জাকার্তায় পাঠানো হয়।

পুলিশ জানায়, গেলো মাসে জাভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত জেমাহ-ইসলামিয়া-নেটওয়ার্কের সদস্য। যা আল-কায়েদার মতাদর্শে বিশ্বাসী। দলটি সিরিজ বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছিলো।

২০০২ সালের বালি বোমা বিস্ফোরণ থেকে তারা উদ্ধুদ্ধ- পুলিশি জেরায় এমনটা জানিয়েছে আটককৃতরা। সেই হামলায় প্রাণ হারান দেশি-বিদেশি ২০২ পর্যটক। ২০০৮ সালে সন্ত্রাসী সংগঠনটিকে নিষিদ্ধ করে ইন্দোনেশিয়ার আদালত।

ইউএইচ/

Exit mobile version