Site icon Jamuna Television

ভারতে এক আসরে সাড়ে ৩ হাজার হিন্দু-মুসলিম জুটির বিয়ে!

ভারতে এক আসরে বিয়ে হলো সাড়ে তিন হাজার জুটির। উত্তর প্রদেশের লক্ষ্ণৌ শহরে বৃহস্পতিবার গণবিয়ের বিশাল এ আয়োজন সম্পন্ন হয়।

নিম্নবিত্ত ও অর্থসংকটে থাকা পরিবারের জন্য গণবিয়ের এ আয়োজন করে রাজ্য সরকার। যাতে হিন্দু ধর্মের বর-কনের পাশাপাশি বেশ কয়েকটি মুসলিম জুটিরও বিয়ে পড়ানো হয়। বিশাল প্যান্ডেলে, নিজ নিজ ধর্মীয় রীতিতেই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বর-কনের পোশাক-গহনার পাশাপাশি, অতিথিদের খাবারের ব্যবস্থাও করে প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

অনুষ্ঠানের খরচ ও যৌতুকের কারণে ভারতের নিম্নবিত্ত অনেক পরিবারেই বিয়ে বড় দুশ্চিন্তার কারণ। প্রশাসন বা বেসরকারি সংস্থার উদ্যোগে তাই বিভিন্ন সময়ে গণবিয়ের আয়োজন করা হয়।

উত্তর প্রদেশ সরকারের দাবি, একসাথে সাড়ে তিন হাজার জুটির গণবিয়ে একটি বিশ্ব রেকর্ড।

ইউএইচ/

Exit mobile version