Site icon Jamuna Television

ভারতে বেড়েই চলছে করোনার প্রকোপ

ভারতে বেড়েই চলছে করোনার প্রকোপ। গেলো ২৪ ঘণ্টায় প্রায় ৪০ হাজার মানুষের শরীরে শনাক্ত হয়েছে কোভিড নাইনটিন। যা গেলো ৩ মাসের মধ্যে সর্বোচ্চ।

একইসাথে নতুন করে বাড়ছে দৈনিক প্রাণহানিও। বৃহস্পতিবার দেশটিতে মারা গেছেন দেড় শতাধিক মানুষ। এদিন কেবল মহারাষ্ট্র রাজ্যেই শনাক্ত হয় প্রায় ২৬ হাজার সংক্রমিত রোগী।

এছাড়া কেরালা এবং কর্ণাটকে শনাক্ত হয়েছে প্রায় ২ হাজার করে রোগী। এ নিয়ে ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে কোভিড নাইনটিনে মোট শনাক্তের সংখ্যা ১ কোটি ১৫ লাখের বেশি। মারা গেছেন ১ লাখ ৬০ হাজারের কাছাকাছি মানুষ।

ইউএইচ/

Exit mobile version