Site icon Jamuna Television

মুজিব সমগ্র ভারতীয়দের কাছে একজন নায়ক: ভারতীয় হাইকমিশনার

মুজিব শুধু বাংলাদেশের নন, সমগ্র ভারতীয়দের কাছেও তিনি একজন নায়ক। রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

ভারতীয় হাইকমিশনার জানান, এই উদযাপনে সামিল হতে পেরে তিনি আনন্দিত। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ায় অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বলেন, মুক্তিযুদ্ধে ভারতের অসামান্য অবদান রয়েছে। বর্তমানে শেখ হাসিনার শাসনামলে ভারত বাংলাদেশ সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। পাকিস্তান থেকে সবক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তারাও বাংলাদেশের মত হতে চায়। আর এসবই সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে।

ইউএইচ/

Exit mobile version