Site icon Jamuna Television

১৩১ রানেই থেমে গেলো টাইগারদের ইনিংস

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ১৩২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ডানেডিনে টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের দাপুটে বোলিংয়ে ১৩১ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। কিউইদের হয়ে বোল্ট নিয়েছেন চার উইকেট।

ডানেডিনে টস হেরে ব্যাট করতে নেমে কিউই বোলারদের দাপটে ৪ দশমিক ৪ ওভারে দলীয় ১৯ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ১৩ রানে বোল্টের বলে বোল্ড আউট হয়ে মাঠ ছাড়েন টাইগারদের ক্যাপ্টেন তামিম ইকবাল। এর পরে ওয়ানডাউনে ব্যাট করতে নেমে শূন্য রানে মাঠ ছাড়েন সৌম্য সরকার। সৌম্যের উইকেটিও তুলে নেন বোল্ট।

ব্যাট হাতে একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করছিলেন লিটন কুমার দাস তবে ১৩ দশমিক ২ ওভারে দলীয় ৪২ রানের সময় লিটন দাসকে প্যভিলিয়নের পথ দেখান নীশাম।

পরের ব্যাটার মুশফিকুর রহিমকেও ফিরিয়েছেন নীশাম। ৪৯ বল খেলে মুশফিক করেন ২৩ রান। এরপরে মিথুনকে সাথে নিয়ে রানের চাকা সচল করার মিশনে নামেন রিয়াদ। বরাবরের মত এবারও গোটা জাতিকে হতাশ করে ব্যক্তিগত ৯ রানে রান আউট হয়ে মাঠ ছাড়েন মিথুন। স্কোর বোর্ডে রান তখন ৫ উইকেটে মাত্র ৭২।

উইন্ডিজ সিরিজে দারুণ ব্যাট করা মিরাজও হতাশ করেন। ১০ বল মোকাবেলা করে মাত্র এক রানে মাঠ ছাড়েন স্যান্টনার বলে। পরে মেহেদিকে সাথে নিয়ে টাইগারদের ইনিংস মেরামতের কাজ হাতে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে মেহেদিও হতাশ করেছেন। বড় শর্ট খেলতে গিয়ে ব্যক্তিগত ১৪ রানেই স্যান্টনার বলে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি।

ব্যক্তিগত ২৭ আর দলীয় ১২৫ রানে রিয়াদকেও ফিরিয়েছেন স্যান্টনার। এর পর হাসান মাহমুদ ও তাসকিনের উইকেট দুটি তুলে নেন বোল্ট। ফলে ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ। জয়ের জন্য ১৩২ রানের টার্গেটে ব্যাট করছে

Exit mobile version