Site icon Jamuna Television

বাইডেন ও পুতিনের পারস্পরিক দোষারোপ ও হুমকির ঘটনায় বিশ্ব রাজনীতিতে ঝড়

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারস্পরিক দোষারোপ এবং হুমকির ঘটনায় ঝড় উঠেছে বিশ্ব রাজনীতিতে।

রুশ প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে জো বাইডেনের করা মন্তব্য অগ্রহণযোগ্য এবং যথার্থ নয় বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একজন প্রেসিডেন্টের মুখে আরেক প্রেসিডেন্ট সম্পর্কে এমন মন্তব্য মানায় না বলে জানান তিনি।

এর আগে, এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টকে খুনি আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে পুতিনকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন বাইডেন।

পাল্টা জবাব দেন রুশ প্রেসিডেন্টও। বলেন, বাইডেন নিজে খুনি বলেই আরেকজনকে খুনি মনে করছেন।

Exit mobile version