Site icon Jamuna Television

বিমানে ওঠার সময় সিঁড়িতে হোঁচট খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

বিমানে ওঠার সময় সিঁড়িতে হোঁচট খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আটলান্টা যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানের সিঁড়িতে তিনবার হোঁচট খান তিনি।
সিড়িতে কয়েকধাপ ওঠার পর প্রথম দফায় হোঁচট খান বাইডেন। এরপর নিজেকে সামলে নিয়ে সামনে এগুতে গিয়ে আরও দুইবার একইভাবে পড়ে যান। এরপর অবশ্য আর তেমন কিছু হয়নি। প্লেনের বাকি সিঁড়িগুলো ঠিকমতো পার হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কর্মকর্তাদের স্যালুট দেন।

এ ঘটনায় তেমন গুরুতর কোনো আঘাতও পাননি মার্কিন প্রেসিডেন্ট। ৭৮ বছর বয়সী বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট। গত নভেম্বরে কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ের ইনজুরিতে পড়েন তিনি।

Exit mobile version