Site icon Jamuna Television

মিয়ানমারে এবার বিবিসির সাংবাদিক আটক

মিয়ানমারে চলমান ধরপাকড়ের মধ্যে এবার বিবিসির এক সাংবাদিককে আটক করেছে জান্তা সরকার। রাজধানী নেপিদোর একটি আদালত প্রাঙ্গণের বাইরে থেকে অং থুরা নামের ওই সাংবাদিককে আটক করা হয়।

বিবিসি জানায়, শুক্রবার একটি সাধারণ ভ্যানে সাদা পোশাকের একটি দল থুরাকে উঠিয়ে নেয়। এ সময় মিয়ানমারের স্থানীয় সংবাদ সংস্থা মিজ্জিমার এক কর্মীকেও আটক করা হয়। এরপর তাদের নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে।

বিবিসি কর্তৃপক্ষ জানায়, এখনো থুরা কোথায় আছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে তারা খুবই উদ্বিগ্ন এবং থুরাকে খুঁজে বের করতে স্থানীয় প্রশাসনের কাছে সাহায্য চাওয়া হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর ক্ষমতা দখলকারী জান্তা বাহিনী মিজ্জিমার লাইসেন্স বাতিল করে।

ইউএইচ/

Exit mobile version