Site icon Jamuna Television

যশোর সীমান্ত থেকে ৩ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ২

যশোর সীমান্ত হতে ৩ কোটি সতের লক্ষ আশি হাজার টাকা মূল্যের ৪.৫৪০ কেজি ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় ২ পাচারকারীকে আটক করা হয়েছে।

আজ শনিবার (২০ মার্চ) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ঢাকা হতে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি যাত্রীবাহী বাস যশোর-মাগুরা মহাসড়কের ওপর বাহাদুরপুর বাজার নামক স্থানে পৌঁছলে বাসটি তল্লাশি করে সন্দেহভাজন ২ জন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ভারতে পাচারের উদ্দেশে আনিত আসামির পায়ের স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৪.৫৪০ কেজি ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা।

আটককৃত আসামিরা হলো- রাজবাড়ি জেলার বালিয়াকান্দির খালখোলা গ্রামের বাহাদুর মণ্ডলের ছেলে আক্তার হোসেন মণ্ডল (৩০), একই জেলার হোগলাডাংগী গ্রামের মৃত আব্দুল গনি মিজির ছেলে মো. হোসেন মিজি (৩৭)।

আটককৃত স্বর্ণের বারসহ আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইউএইচ/

Exit mobile version