Site icon Jamuna Television

ফরিদপুরে ট্রাক উঠতেই ভেঙে পড়ল ব্রিজ, যান চলাচল বন্ধ

ফরিদপুরে ট্রাক উঠতেই ভেঙে পড়ল ব্রিজ, যান চলাচল বন্ধ

ফরিদপুরের নগরকান্দায় ট্রাকসহ ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ। এতে বন্ধ রয়েছে নগরকান্দা-মুকসুদপুর আঞ্চলিক সড়কে যান চলাচল।

স্থানীয়রা জানায়, সকাল সাতটার দিকে পণ্যবাহী একটি ট্রাক ব্রিজটি পার হচ্ছিল। হঠাৎ ট্রাকসহ বেইলি ব্রিজটি ভেঙে পড়ে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সড়ক বিভাগ। তারা জানিয়েছে, ব্রিজটি পুরনো। সেখানে নির্ধারিত ওজনের চেয়ে বেশি পণ্য নিয়ে ট্রাকটি পার হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

Exit mobile version