Site icon Jamuna Television

প্রায় ৬ হাজার বছর পর জেগে উঠলো আইসল্যান্ডের এক সুপ্ত আগ্নেয়গিরি

প্রায় ৬ হাজার বছর পর জেগে উঠলো আইসল্যান্ডের এক সুপ্ত আগ্নেয়গিরি

প্রায় ৬ হাজার বছর পর এক সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠলো আইসল্যান্ডে। শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ আগ্নেয়গিরি থেকে শুরু হয় অগ্নুৎপাত।

আবহাওয়া অফিস জানায়, বিস্ফোরণে ফ্যাগ্রা-ড্যালফস-জ্যাল আগ্নেয়গিরির দু’পাশে ছড়িয়ে পড়ে লাভা। লাল আভায় ছেয়ে আছে পুরো এলাকা। প্রায় ৩২ কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে উদগিরণ। এতো দীর্ঘ সময় পর, আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠায় বিস্মিত বিজ্ঞানীরাও।

গেলো একমাসে আগ্নেয়গিরিটির আশেপাশের এলাকায় বেশ কয়েকটি ভূমিকম্প হয়। ধারণা এর ফলে ভূমির অভ্যন্তরীণ কাঠামো পাল্টে গিয়ে হয়েছে অগ্ন্যুৎপাত।

Exit mobile version