Site icon Jamuna Television

মোদির পরনে থাকবে মুজিব কোট

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে মুজিব কোট পরে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, মোদির সাথে অনুষ্ঠানে যোগ দেয়া ভারতীয় সব প্রতিনিধির গায়েই থাকবে বাংলাদেশের জাতির পিতার ব্যবহার করা কোটের আদলে পোশাক।

এজন্য ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন খাদি কাপড়ের ১০০টি মুজিব কোট প্রস্তুত রেখেছে বলেও সংবাদে উল্লেখ করা হয়েছে। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমেও

২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন ঢাকায় আসবেন নরেন্দ্র মোদি। পরের দিনও তার নানা কর্মসূচি থাকছে তার।

বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থকেরা বঙ্গবন্ধুর ব্যবহার করা এই কোটটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখেন। এর আগেও নরেন্দ্র মোদি আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনে সংশ্লিষ্ট দেশের পোশাক ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়েছেন। ২০১৬ গোয়ায় একটি আন্তর্জাতিক সম্মেলনে তাকে খাদির জ্যাকেটে দেখা গিয়েছিল৷ মোদির ব্যবহৃত এই মুজিব কোটের জন্য ব্যবহার করা হয়েছে উন্নত মানের হাতে বোনা কাপড়৷ কালো রঙের এই জ্যাকেটে থাকছে ছটি বোতাম৷ নিচের দিকে থাকছে দুটি পকেট৷ এই বিশেষ উদ্যোগ ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব বজায় রাখবে এমনটাই ধারণা ভারতীয় গণমাধ্যমের।

Exit mobile version