Site icon Jamuna Television

শাল্লায় হিন্দুপল্লিতে হামলার ঘটনায় প্রধান আসামি শহিদুল গ্রেফতার

শাল্লায় হিন্দুপল্লিতে হামলার ঘটনায় প্রধান আসামি শহিদুল গ্রেফতার

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার দুটি মামলায় ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে একটি মামলায় গ্রেফতার প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীন মেম্বারকে গ্রেফতারের পর ঢাকায় নিয়েছে পিবিআই।

শনিবার সকালে সিলেট পিবিআই কার্যালয়ে ব্রিফিং-এ পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মাঝরাতে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় অভিযান চালানো হয়। ব্রাহ্মণপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় স্বাধীনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত বাকিদের ধরতে অভিযান চলছে।

অভিযোগ উঠেছে, আধিপত্য বিস্তারের জেরে নোয়াগাঁও গ্রামে বাড়িঘর’সহ পারিবারিক মন্দির ভাঙচুর চালানো হয় সম্প্রতি।

Exit mobile version