Site icon Jamuna Television

পাকিস্তানে দলবেঁধে ধর্ষণের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

পাকিস্তানের পাঞ্জাবে আলোচিত গণধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ড পেলো দু’জন। শনিবার লাহোরের আদালতে দেয়া হয় এ রায়।

গত বছরের ওই ঘটনার পর তীব্র আন্দোলন তৈরি হয় দেশজুড়ে। ধর্ষণ আইনে সংস্কার ও কড়াকড়ির দাবি জানান বিক্ষোভকারীরা। দণ্ডপ্রাপ্ত দু’জন আবিদ মালহি ও শাফকাত হুসেইনের বিরুদ্ধে গণধর্ষণ, অপহরণ, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে। ভিন্ন ভিন্ন মামলায় তাদের যাবজ্জীবন, অর্থদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন আদালত। সাজার বিরুদ্ধে আপিলে এক সপ্তাহ সময় পাবেন অভিযুক্তরা।

গত বছর সেপ্টেম্বরে পাঞ্জাবে হাইওয়ের পাশে গণধর্ষণের শিকার হন এক নারী। দুই সন্তান নিয়ে যাওয়ার সময় গাড়ির তেল ফুরিয়ে যায় তার। তখনই শিকার হন হামলার। পাকিস্তানে প্রতিবছর আশঙ্কাজনক হারে ধর্ষণের ঘটনা হলেও বিচার হয় ৩ শতাংশেরও কম।

ইউএইচ/

Exit mobile version