Site icon Jamuna Television

সেমিফাইনালে ম্যান সিটি ও সাউদাম্পটন

সেমিফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি ও সাউদাম্পটন। কোয়ার্টার ফাইনালে সিটিজেনরা ২-০ গোলে এভারটনকে আর সাউদাম্পটন ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বোর্নমাউথকে।

এভারটনের ঘরের মাঠ গুডিসন পার্কে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আধিপত্য ছিলো ম্যানচেস্টার সিটির। কিন্তু কিছুতেই এভারটনের রক্ষণ ভাঙতে পারছিলো না সিটিজেনরা। স্রোতের বিপরীতে সুযোগ তৈরি করেছে এভারটনও, কিন্তু ভাগ্য সহায় হয়নি অ্যানচেলোত্তি’র দলের।

প্রথমার্ধ শেষে স্কোর লাইন ছিলো গোলশূন্য। ৮৪ মিনিটে ভাঙে ডেডলক। ইনফর্ম মিডফিল্ডার ইলকাই গন্ডোয়ানের হেডে কাঙ্ক্ষিত লিড পায় সিটি। ইনজুরি সময়ে স্কোর লাইন ২-০ করে সিটিজেনরা। এবার গোলদাতা আরেক মিডফিল্ডার ক্যাভিন ডি ব্রুইনা।

ইউএইচ/

Exit mobile version