Site icon Jamuna Television

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল। সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসের ১২টি শহরে জারি হয়েছে বন্যা সতর্কতা। এখনও অব্যাহত ভারি বৃষ্টি।

মধ্যরাতে সিডনির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে উদ্ধার করা হয় কয়েকশ’ জনকে। এখনও আটকা পড়ে আছে বহু মানুষ। পানিতে তলিয়ে আছে বাড়িঘর-রাস্তাঘাট। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন।

জরুরি বিভাগ জানায়, সাহায্য চেয়ে প্রায় ৭ হাজার ফোনকল এসেছে তাদের কাছে। আরও কয়েকদিন বৃষ্টি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

ইউএইচ/

Exit mobile version