Site icon Jamuna Television

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটারদের ব্যর্থতায় বড় পরাজয়ের লজ্জায় ডুবতে হয়েছে বাংলাদেশের। সেই পরাজয়ের লজ্জা থেকে বের হয়ে নতুনভাবে শুরু করতে চায় টাইগাররা। প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচাতে চায় মেহেদিরা।

ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া মেহেদি হাসান জানালেন, নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো কিছু করতে হলে অবশ্যই স্কোর-বোর্ডে বড় রান তুলতে হবে টাইগারদের ব্যাটারদের। এতকম পুঁজি নিয়ে প্রথম ম্যাচে বাংলাদেশের বোলারদের বোলিং নিয়ে সন্তুষ্ট টাইগারদের নতুন খেলোয়াড় মেহেদি হাসান।

ক্রাইস্টচার্চে পৌঁছে মেহেদি হাসান গণমাধ্যমকে বলেন, অভিষেক ম্যাচে মনে রাখার মত তেমন কিছু করতে পারেনি তিনি সেই সাথে দলও হেরেছে। হয়তো ম্যাচটা যদি জিততে পারতাম তাহলে খুব বেশি ভালো হতো। তারপরও অভিষেক ম্যাচ মনে থাকবে আমার। মেহেদি বলেন, আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে আমারা যে পারফরমেন্স করেছি, বাজেভাবে হেরেছি, আসলে কিন্তু ওই রকম দল আমরা না।

প্রথম ম্যাচে আমরা সবাই এক সাথে খারাপ খেলেছি সেই কারণেই এত বাজেভাবে ম্যাচটা হেরেছি। আশা করছি দ্বিতীয় ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। তবে মেহেদির মতে, নিউজিল্যান্ডের সাথে ফাইট করতে হলে অবশ্যই আমাদের স্কোর করতে হবে ২৮০ বা ৩০০, তাহলেই আমাদের যে বোলিং অ্যাটাক রয়েছে সেটি দিয়ে ওভারকাম করা সম্ভব।

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চে আগামী ২৩ মার্চ দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মোকাবেলা করবে টাইগাররা।

Exit mobile version